1. info@jonomoth.com : admi2017 : জনমত নিউজ
  2. jonomoth24@gmail.com : Jonomoth .com : Jonomoth News .com

নবীগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

নবীগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের ছাগল মারার ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ১০জন আহত হয়েছে।

শুক্রবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার এনাতাবাদ গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে এক জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও অন্যান্য আহতদের নবীগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

স্থানীয় সুত্রে জানাযায়, গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার এনাতাবাদ গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে আব্দুল মুকিমের বাড়ীতে একই গ্রামের হাছন উল্লাহর ছাগলে ফসলাদীর ক্ষতি করার কারনে মেরে ফেলে। এবং মুকিম ওই মরা ছাগলটি পাশের বাড়ীর অম্ভু মিয়ার বাড়ীর পেছনের ল্যাট্রিনের ট্যাংকিতে লুকিয়ে ফেলে রেখে।

এ ঘটনা জানাজানি হলে পরদিন শুক্রবার দুপুরে অম্ভু মিয়ার ছেলে নুরুল হক বিষয়টি আব্দুল মুকিমের কাছে জানতে চাইলে এ নিয়ে দু’জনের মধ্যে বাদানুবাদের এক পর্যায়ে দু’পক্ষের লোকজনের মধ্যে জানাজানি হলে উভয়ের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে উভয় পক্ষের মহিলাসহ ১০ জন আহত হয়।

গুরুতর আহতরা হল, আব্দুল মুকিম (২৫), আব্দুল হাই (২৮), নুরুল হক (৩০), আবুল হোসেন (৩৫), অম্ভু মিয়া (৬২), তাজ ভানু (২৫) ও তানিয়া বেগম (২৫)।

     এই ক্যাটাগরীর আরো খবর