চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : ১৭মার্চ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে “বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট” হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট হবিগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি ইমান আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, সহ-সভাপতি সার্জেন্ট (অবঃ) মোঃ ছায়েদ মিয়া তালুকদার, মোঃ ওয়াহিদ আলী, আব্দুল হাই প্রিন্স, যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান তাহের, পৌর শ্রমিকলীগের সভাপতি মোঃ আমীর হোসেন, সংবাদ প্রতিনিধি শংকর শীল, সাইফুর রাব্বি, তোফাজ্জল মিয়া, কামরুল ইসলাম, দূর্জয় ফরাজী, ফয়সাল আহমেদ তামিম, তুহিন খন্দকার, নাঈমুর রহমান, সারফিন আহমেদ প্রমূখ।