রায়হান আহমেদ : চুনারুঘাটে স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে চুনারুঘাট উপজেলার বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মোস্তফা শহীদ অডিটোরিয়াম প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর।
পিআইও প্লাবন পালের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন- চুনারুঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, থানার অফিসার ইনচার্জ আলী আশরাফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল হক, প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদ রানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বারেন্দ্র চন্দ্র রায় সহ আরো অনেকে।
স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ, বঙ্গবন্ধু হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বিষয় নিয়ে আলোকপাত করেন বক্তারা।