রায়হান আহমেদ : চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রোববারে চুনারুঘাট উপজেলার ১০নং মিরাশী ইউনিয়নের শিংপাড়া এলাকায় খোয়াই নদী হতে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে এক ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক। অর্থদন্ডপ্রাপ্ত ব্যক্তি সোহেল মিয়া (৫৫) শিংপাড়া গ্রামের বাসিন্দা।
অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইউএনও সিদ্ধার্থ ভৌমিক।