জামাল হোসেন লিটন, চুনারুঘাট : সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী ও বিশিষ্ট রাজনীতিবিদ আব্দুর রউফ চকদারের মৃত্যুতে বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এড. মাহবুব আলী গভীর শোক প্রকাশ করেছেন।
শনিবার (২ এপ্রিল) দুপুরে ঢাকায় এড. আব্দুর রউফ চকদার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি….. রাজিউন)। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৭৫বছর।
উল্লেখ যে, তিনি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার আন্দিউড়া চকদার বাড়ির নিবাসী। বিমান প্রতিমন্ত্রী এড. মাহবুব আলী তার পরিবার পরিজনের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান এবং তার আত্মার মাগফেরাত কামনা করেন।