রায়হান আহমেদ : চুনারুঘাটে নদীর তীর থেকে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার সকাল ১১.৩০ ঘটিকায় চুনারুঘাট উপজেলার ৬ নং সদর ইউনিয়নের চানভাঙ্গা বাজার সংলগ্ন খোয়াই নদীর তীর হতে অবৈধভাবে মাটি কর্তন করায় ভ্রাম্যমান আদালতের অভিযানে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল। সার্বিক সহযোগিতায় ছিল, চুনারুঘাট থানা পুলিশের একটি টিম।
অভিযানে উপজেলার উবাহাটা ইউনিয়নের বালিয়ারি গ্রামের জাহির মিয়ার ছেলে মোঃ আফরোজ আলীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।
নদীর বাঁধ রক্ষা করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে এবং এমন অভিযান চলবে বলে জানিয়েছেন এসিল্যান্ড মিলটন চন্দ্র পাল।