কাজী মাহমুদুল হক সুজন : চুনারুঘাট উপজেলা প্রশাসনের উদ্যেগে জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক। পরে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- চুনারুঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র পাল, পিআইও প্লাবন পাল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ ।
উক্ত আলোচনা সভায় চুনারুঘাট উপজেলার ৩ জন খেলোয়াড় ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি থেকে উচ্চতর প্রশিক্ষনের জন্য ব্রাজিলে যাওয়ার সুযোগ পাওয়ায় খেলোয়াড় সহ সকলকে ধন্যবাদ জানানো হয়।