রায়হান আহমেদ : চুনারুঘাটের বেগমখান চা-বাগান থেকে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে চুনারুঘাট উপজেলার ৩নং দেওরগাছ ইউনিয়নের বেগমখান চা বাগান হতে মাটি কর্তন করায় ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা করা হয়।
এসময় উপজেলার দেওরগাছ ইউনিয়নের দক্ষিণ দেওরগাছ গ্রামের মৃত আব্দুস সালামের পুত্র মোঃ মাছুম মিয়াকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল। সার্বিক সহযোগিতায় ছিল, চুনারুঘাট থানা পুলিশের একটি টিম।