1. info@jonomoth.com : admi2017 : জনমত নিউজ
  2. jonomoth24@gmail.com : Jonomoth .com : Jonomoth News .com
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser

রাজার বাজারে সরকারি খালে দোকান নির্মাণের চেষ্টা : কাজ বন্ধ করলো প্রশাসন

আজিজুল হক নাছির: চুনারুঘাট উপজেলার রাজার বাজার বাসুল্লা সড়কের মাঝ খানের খালটি ভরাট করে দোকান নির্মাণের চেষ্টা করছেন, ওই জায়গার মালিকানা দাবীদার উপজেলার রাখী গ্রামের খুরশেদ আলী মীরের পুত্র আহম্মদ আলী মীর। এ নিয়ে এলাকায় চাপা উত্তেজনার সৃষ্টি হয়েছে।

উপজেলার রাজার বাজার হাসপাতালের পাশ দিয়ে প্রবাহিত একটি বড় খাল। বর্ষায় এ খাল দিয়ে বনগাঁও, গোছাপাড়া, গঙ্গানগর, আশ্রাবপুর, আলী রাজাপুরসহ ১০ টি গ্রামের পানি প্রবাহিত হয়ে খোয়াই নদীতে মিশে।

এলাকাবাসীর বাধায় মুখে এমতাবস্থায় চুনারুঘাট উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে নির্মাণ কাজ বন্ধ করা হয়।

সরেজমিনে দেখা যায়, ওই খালটি দিয়ে আহম্মদাবাদ ইউনিয়ন এর অন্তত ১০ টি গ্রামের পানি নিষ্কাশন হয়। খালটি বন্ধ হয়ে গেলে পানি বন্দী হতে পারে ওই ১০টি গ্রাম ও কয়েকশ’ একর আবাদি জমি। এছাড়াও রয়েছে- রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়, ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র, বাজার, কয়েকটি মাদ্রাসা ও কয়েকটি প্রাথমিক বিদ্যালয়।

অভিযুক্ত আহম্মদ আলী মীর জানান, তিনি জমিটি ময়নাবাদ গ্রামের আঃ ছালামের নিকট থেকে কিনেছেন।

তহসিলদার আব্দুস সালাম বলেন, “দোকান নির্মাণ করার জন্য যে জায়গায় পিলার করার জন্য গর্ত করা হয়েছে, সেটা সরকারি জায়গা। তাই কাজ বন্ধ করে দেয়া হয়েছে।”

     এই ক্যাটাগরীর আরো খবর