রায়হান আহমেদ : চুনারুঘাটে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। এর দায়ে ৫ জনকে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
শনিবার দুপুরে চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের মহিমাউড়া নামক স্থান থেকে অবৈধভাবে মাটি কর্তন করার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ কারাদণ্ড দেয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিক। সার্বিক সহযোগিতা করেন, চুনারুঘাট থানা পুলিশের একটি টিম।
এসময় ৫ ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- ওই এলাকার আঃ রহিমের ছেলে মোঃ সুজন মিয়া (২৪), পিতাঃআব্দুল রশিদের ছেলে মোঃ রাসেল মিয়া (২২), শহীদ মিয়ার ছেলে তাজুল ইসলাম (২১), শফিক মিয়ার ছেলে লিটন মিয়া (২৫), মৃত জমশেদ আলীর ছেলে আক্তার মিয়া (৩৫)।