মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জ জেলার মাধবপুরে স্বামী-স্ত্রীসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৪ অক্টোবর) ভোর রাতে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো উপজেলার মাদারগড়া গ্রামের নাইম আহম্মদ খোকন (২৬), তার স্ত্রী ইমা আক্তার (২২), ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার পশ্চিম বানিয়াপাড়ার ছামদ মিয়ার ছেলে মানিক মিয়া (৩৪) ও মাধবপুর উপজেলার দেওগাঁওয়ের আলী মিয়ার ছেলে মনছুর (৩৬) মিয়া।
জানাযায়, গোপন সূত্রে খবর পেয়ে একদল পুলিশ মাছ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৩শ’ পিস ইয়াবাসহ নাঈম ও ইমাকে আটক করা হয়।
অপরদিকে ভোরে আরিছপুর এলাকায় অভিযান চালিয়ে ৪শ’ গ্রাম গাঁজাসহ মনছুর ও মানিক মিয়াকে আটক করা হয়।
মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক (এসআই) কামরুল হাসান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ৪ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।