রায়হান আহমেদ : স্থানীয় সরকার বিভাগ ও জাইকার অর্থায়নে উপজেলা প্রশাসন চুনারুঘাটের সার্বিক সহযোগিতায় উপজেলা ভূমি অফিস এর বাস্তবায়নে আজ অনুষ্ঠিত হয়েছে ভূমি সংক্রান্ত সচেতনতা মূলক প্রশিক্ষণ।
প্রশিক্ষণ কোর্সটিতে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন, হবিগঞ্জ জেলা পরিষদ এর প্রধান নির্বাহী কর্মকর্তা নূরুল ইসলাম।
চুনারুঘাট উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসের কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বিশেষ অতিথি ছিলেন- চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, উপজেলা ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহালদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিক এবং কি-নোট স্পিকার ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল।
উল্লেখ্য, দিনব্যাপী এ প্রশিক্ষণ কোর্সটির ৪টি ব্যাচে মোট ১২০ জন প্রশিক্ষণ গ্রহণ করবে।