নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জে কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ আল আমিন (২৪) নামে এক মাদক ব্যাবসীকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার (১২ অক্টোবর) রাত ৯টার দিকে সদর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সুরাবই থেকে ১২ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।
আল আমিন চুনারুঘাট উপজেলার দিমাউন্ডা গ্রামের ওয়াহিদ মিয়ার ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সুরাবই এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ আটক আল আমিনকে আটক করা হয়।
জেলা ডিবির উপ-পরিদর্শক (এসআই) ইকবাল বাহার বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।