চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাট পৌরসভার বড়াইল গ্রামের কৃতি সন্তান, পৌর আওয়ামী যুব লীগের যুগ্ম আহ্বায়ক মাজেদুল হোসেন লুবনের উপর উদ্দেশ্য প্রণোদিত ও ষড়যন্ত্র মূলক মামলার প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বাদ এশা মুসলিম হলে বড়াইল গ্রামবাসীর উদ্যোগে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন, ব্যবসায়ি সাজিদুল ইসলাম সাজিদ।
এতে বক্তব্য রাখেন- চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী, পৌরসভার সাবেক মেয়র নাজিম উদ্দিন শামছু, রাণীগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপন, সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাউছার আহমেদ বাহার, পৌর যুবলীগের আহ্বায়ক নাজমুল ইসলাম বকুল কাউন্সিলর আব্দুল হান্নান, মারুফ চৌধুরী সহ আরো অনেকে।
এ মামলায় ইউপি সদস্য সাহেব আলীকেও আসামি করা হয়। প্রতিবাদ সভায় বিশিষ্ট মুরুব্বী, রাজনীতিবিদ, সুশীল সমাজ সহ কয়েক শত সাধারণ জনতা উপস্থিত হয়ে এ উদ্দেশ্য প্রণোদিত মামলার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানান।
জানা যায়- লুবন মিয়া সহ কতিপয় মুরব্বি পৌরসভার তেলিউত্তা গ্রামের দুলাল মিয়া ও জাকির মিয়াদের মধ্যে বিদ্যমান বিবাদ সমাধান করার জন্য বসেন। সালিশে দুলাল মিয়ারা আসেননি। পরে ওইদিন দু’পক্ষের মধ্যে মারামারি হয়। এ মারামারির জেরে উদ্দেশ্য প্রণোদিত ও ষড়যন্ত্র মূলকভাবে লুবন ও সাহেব আলীর উপর মামলা করেন দুলাল মিয়া।
অনতিবিলম্বে মামলা থেকে লুবন ও সাহেব আলী মেম্বারের নাম প্রত্যাহারের দাবি জানান প্রতিবাদ সভায় উপস্থিত জনতা।