চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ২নং আহম্মদাবাদ ইউপির বিএনপির কাউন্সিল ২০১৭ সম্পন্ন হয়েছে।
রবিবার (১৫ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ভোট গ্রহণ চলে। এতে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও মাধবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান। এ কাউন্সিলে ৩৬৯জন ভোটার তাদের ভোট প্রয়োগ করেন।
এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সালাউদ্দিন বাবরু, প্রাপ্ত ভোট ১৬০, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন কামরুল হাসান শামীম, প্রাপ্ত ভোট ১৭৪, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ আব্দুল জাহির, প্রাপ্ত ভোট ১৯৯।
এ ভোট গ্রহণ অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন চুনারুঘাট পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস ছামাদ মাস্টার, সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন চুনারুঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোজাম্মেল হক তালুকদার, ৩নং দেওরগাছ ইউপির সাধারণ সম্পাদক আতিকুল কবির, গাজীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জামাল আহমদ, সাবেক ছাত্রদল নেতা আলহাজ্ব মোঃ আব্দুল মুকিত।