চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাটে পরিচিতমুখ শারীরিক প্রতিবন্ধী বাদশাহ মিয়া ইন্তেকাল করেছে। আজ রবিবার (৩০ অক্টোবর) বিকেলে চুনারুঘাট সরকারি হাসপাতালে বাদশাহ মিয়া মারা যায়।
তার মৃত্যুতে চুনারুঘাটের বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন। নিঃসঙ্গ প্রতিবন্ধী ভিক্ষুক বাদশাহ মিয়ার দাফন কাফনের ব্যবস্থা চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আবদুল কাদির লস্কর করেছেন বলে তথ্য পাওয়া গেছে।
জানা যায়, বাদশাহ মিয়া চুনারুঘাট শহরে একটি ছোট হুইল রিকশায় চলাচল করতো। মানুষের সহায়তায় খেয়ে পড়ে দিনাতিপাত করতো। চুনারুঘাটের সর্বমহলে পরিচিতমুখ ছিলো বাদশাহ।
বাদশাহর মৃত্যুতে চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আবদুল কাদির লস্কর, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট আকবর হোসেইন জিতু, উপজেলা বিএনপির সভাপতি লিয়াকত হাসান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী ও অন্যান্য ব্যক্তিবর্গরা শোক প্রকাশ করেছেন।