চুনারুঘাট প্রতিনিধি: চুনারুঘাট সরকারী কলেজে অনার্স কোর্সের ক্লাস শুরু হয়েছে।
রবিবার সকালে অরিন্টেশন ক্লাসের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের।
চলতি ২০১৭-১৮ শিক্ষাবর্ষে বাংলা, ইতিহাস, রাষ্টবিজ্ঞান ও ব্যবস্থাপনা বিষয়ে অনার্স কোর্স চালু হয়। এসময় উপস্থিত ছিলেন- কলেজের অধ্যক্ষ অসিত কুমার পাল, ভাইস প্রিন্সিপাল মোঃ হারুন মিয়া, চুনারুঘাট রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, এডভোকেট মোস্তাক আহমেদ, সহকারী অধ্যাপক ইমুরুল কবির ও ওয়াহিদুল ইসলাম সুমন প্রমুখ।