রায়হান আহমেদ : চুনারুঘাটে যানজট নিরসনের লক্ষে ফুটপাত দখলমুক্ত করণ অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিদ্ধার্থ ভৌমিক।
মঙ্গলবার দুপুরে চুনারুঘাট পৌরশহরের সড়কের দু’পাশে ফুটপাত দখল করে অবৈধভাবে স্থাপনকৃত দোকানপাট ও অপরিকল্পিত পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।
এসময় ফুটপাতে স্থাপনকৃত ৫ টি দোকানের মালিক ও অপরিকল্পিত পার্কিংয়ের জন্য তিন জনকে মোট ৩ হাজার ৭শত টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।
টমটমের স্ট্যান্ড শহরের মেইন সড়কের উপর থাকার কারণে যানজটের সৃষ্টি হয়। এর বিরুদ্ধে অভিযান পরিচালনা করার প্রয়োজন বলে মনে করেন যাত্রীরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিদ্ধার্থ ভৌমিক জানান, চুনারুঘাট পৌর শহরের সড়কে যানজট হয় মূলত অবৈধভাবে ফুটপাত দখল করে বিভিন্ন দোকানপাট বসানোর কারণে ও অপরিকল্পিত পার্কিংয়ের জন্য। এজন্য যানজট নিরসন করার লক্ষে অভিযান পরিচালনা করেছি। যানজট সমস্যা থেকে উত্তরণের পূর্ব পর্যন্ত এমন অভিযান অব্যাহত থাকবে।