নিজস্ব প্রতিনিধি :
চুনারুঘাট প্রবাসী গ্রুপ এন্ড ফাউন্ডেশনের উদ্যোগে ও আমেরিকা প্রবাসী ইঞ্জিনিয়ার হাবিবুর রহমানের অর্থায়নে দুই শতাধিক অসচ্ছল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
গত মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে চুনারুঘাট উপজেলার বাসুল্লা বাজারে হাফিজিয়া মাদ্রাসা ও এলাকাবাসীর মাঝে এসব শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণের আগে আলোচনা সভায় ফাউন্ডেশনের চুনারুঘাট উপজেলা সভাপতি সাংবাদিক মনিরুজ্জামান তাহেরের সভাপতিত্বে ও মীর আইয়ূব আলী মাস্টারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, চুনারুঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার।
বিশেষ অতিথি ছিলেন, গাজীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ইমান আলী, মুহিত মিয়া, জাহাঙ্গীর আলম সহ আরো অনেকে।
উক্ত ফাউন্ডেশন শীতবস্ত্র বিতরণ ছাড়াও সমাজের কল্যাণ মূলক কর্মকান্ড করে আসছে দীর্ঘ দিন ধরে।ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মীর নিজাম উদ্দিন হৃদয় এবং সাধারণ সম্পাদক মীর মকছুদ আলীর নেতৃত্বে সমাজ ও মানুষের উন্নয়নে সর্বদা কাজ করে যাবে বলে জানিয়েছেন সংগঠনের সদস্যরা।