রায়হান আহমেদ : চুনারুঘাটে ফসলি জমি থেকে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন উপজেলা প্রশাসন।
বুধবার বিকেলে চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের উসমানপুর এলাকায় ফসলি জমি থেকে মাটি কাটার অপরাধে ওই ইউনিয়নের মানিক ভান্ডার গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে জহুর হোসেনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, চুনারুঘাট উপজেলার সহকারী কমিশনার ভূমি আফিয়া আমিন পাপ্পা। তিনি বলেন, ফসলি জমিতে পুকুর খনন করে মাটি বিক্রি বিক্রি করছিলেন জহুর হোসেন। বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে তাকে ৫০হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি জানান, প্রশাসনের পক্ষ থেকে এমন অভিযান অব্যহত থাকবে।