নিজস্ব প্রতিনিধি : উনিশশত পচাত্তরের ১৫ই আগস্ট বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার প্রতিবাদে প্রথম আনুষ্ঠানিক প্রতিবাদ হয় কিশোরগঞ্জে।বেতারযোগে বঙ্গবন্ধু হত্যার খবর শুনে ওইদিন সকালেই কিশোরগঞ্জ শহরে সৈয়দ লিয়াকত আলী বুলবুল ইতিহাসের প্রথম ব্যক্তি যিনি
৭৫ এর ১৫ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। এর স্বীকৃতি স্বরূপ গতকাল রোববার সৈয়দ লিয়াকত আলী বুলবুলকে ঢাকা প্রেসক্লাবে সম্মাননা স্মারক প্রদান করে “জুলিও কুরি বঙ্গবন্ধু শান্তি সংসদ।”
বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে এ স্বারক দেয়া হয়। সৈয়দ লিয়াকত আলী বুলবুল বেশ কিছুদিন আগে পরলোক গমন করেন। তাই লিয়াকত আলীর পক্ষে সম্মাননা স্বারক গ্রহন করেন তাঁর ছোট ছেলে সৈয়দ আশিক। তাঁর বড় ছেলে সৈয়দ সারোয়ার রাসেল প্রবাসে দিন-যাপন করছেন। দুই ছেলে ছাড়াও তিনি সৈয়দা লোপা নামে এক মেয়ের জনক।