চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে অনোদা ইনকর্পোরেশনের এম.ডি এবং বিশিষ্ট শিল্পপতি এম.এ মালেকের অর্থায়নে আট শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার উত্তর নরপতি নূরে হেরা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। পরে আট শতাধিক গরীব ও দুস্থদের মাঝে দিনব্যাপী এসব শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন- চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ আলী আশরাফ, ডাক্তার মুসলিম উদ্দিন, ব্যবসায়ি আবুল কালাম, মাওলানা মোহাম্মদ আলী সহ আরো অনেকে।
শিল্পপতি এম.এ মালেক দীর্ঘদিন ধরে অসহায় ও গরীব মানুষের কল্যাণ সাধন এবং সমাজের উন্নয়নে কাজ করে আসছেন। যেখানেই অসহায় মানুষের দুর্দশা, সেখানে উপস্থিত হয়ে তাদের সহযোগিতা করেন। এই ধরণের মানবিক কাজ সব সময় অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন তিনি।