রায়হান আহেমদ : ফেরিওয়ালা সেজে অভিনব কায়দায় কয়েক বছর ধরে মাদক বিক্রি করে আসছে জসিম মিয়া। একটি কাঠের ফ্রেমের সামনের অংশে কসমেটিকস ও বিভিন্ন প্রসাধনী কাধে নিয়ে ফেরি করে সে। আর পেছনের অংশে গাঁজা বহন করে বিক্রি করে আসছে। হবিগঞ্জের মাধবপুর উপজেলার মঙ্গলপুর রাহমাতাল্লিল আলামিন জামে মসজিদ সংলগ্ন রাস্তা থেকে ফেরি করার সময় গোপন সংবাদ পেয়ে তাকে আট কেজি গাঁজাসহ আটক করে থানা-পুলিশ। সে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার পাইটেল বাড়ী গ্রামের মৃত কালাচাঁন মিয়ার পুত্র।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ছদ্মবেশি মাদক ব্যবসায়ি জসিম মিয়াকে গ্রেফতার করা হয়েছে। সে পেশাদার একজন মাদক ব্যবসায়ি। বিভিন্ন জেলা ও উপজেলা এলাকায় প্রসাধনী বিক্রির আড়ালে দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছে। গ্রেফতারের পর শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সুপার এস এম মুরাদ আলি বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। মাদক নির্মূলের আগ পর্যন্ত আইন-শৃঙ্খলা বাহিনীর এমন অভিযান অব্যাহত থাকবে।