রায়হান আহমেদ : হবিগঞ্জের চুনারুঘাট থানার নতুন অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছেন রাশেদুল হক। শুক্রবারে তিনি চুনারুঘাট থানায় যোগদান করেন।
অপরদিকে ওসি আলী আশরাফ সুনামগঞ্জের সদর থানায় বদলী হয়েছেন বলে জানা গেছে।
প্রসঙ্গত, রাশেদুল হক ২০০৫ সালে সাব ইন্সপেক্টর পদে যোগদান করেন। এরপর বিভিন্ন মামলার রহস্য উদঘাটনসহ অপরাধ দমনে ভূমিকা রাখেন।
২০১৬ সালে তিনি ইন্সপেক্টর হিসেবে পদোন্নতি লাভ করেন। বিভিন্ন জেলা ও থানায় ওসি তদন্ত ও অপারেশন হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাকলিয়া থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক হিসেবে দায়িত্বে ছিলেন।
রাশেদুল হকের দেশের বাড়ী কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায়। তিনি পেশাগত দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করে বলেন, চুনারুঘাট সীমান্তবর্তী একটি উপজেলা হওয়ায় মাদকের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান থাকবে। মাদক নির্মূল করা আমার প্রথম টার্গেট। তিনি বলেন, পুলিশই জনতা, জনতাই পুলিশ- এ বাক্যকে যথাযথ করতে আমার প্রচেষ্টা থাকবে।