রায়হান আহমেদ : হবিগঞ্জের চুনারুঘাটে প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের দায়ে ১ জনকে গ্রেফতার করেছে থানা-পুলিশ।
বুধবার দিবাগত গভীর রাতে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ রাশেদুল হকের নেতৃত্বে এসআই মোল্লা রফিকুল ইসলামসহ একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে পৌরসভার চন্দনা এলাকা থেকে ধর্ষক মোঃ শাহ আলম (২৭)কে গ্রেফতার করা হয়। সে উপজেলার চন্দনা গ্রামের আ. নুর ওরফে মধু মিয়ার পুত্র।
পুলিশ জানায়- শাহআলম ধর্ষণের কথা আদালতে স্বীকার করলে তাকে কারাগারে প্রেরণ করা হয়। তার বিরুদ্ধে চুনারুঘাট থানা সহ বিভিন্ন থানায় চুরি ও অন্যান্য ধারায় ৬টি মামলা রয়েছে।
এদিকে তিন বছর সশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামী প্রশান্ত মহালী (২০)কে চুনারুঘাট উপজেলার আমু চা-বাগান থেকে গ্রেফতার করা হয়। সে ওই বাগানের বধুয়া মহালীর ছেলে।
এছাড়াও ওই দিন এসআই অজিত কুমার তালুকদার সহ পুলিশ সদস্যরা দুইজন জিআর ও সিআর মামলার গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামিকে গ্রেফতার করেন। আসামিরা হলেন, মোঃ মোজাম্মেল হক সুজন (৩০) ও মোঃ আঃ হেকিম (৪২)।