-
- এক্সক্লুসিভ, চুনারুঘাট, হবিগঞ্জ সদর
- আগুনে পোড়া বসত ঘর পরিদর্শন করলেন উপজেলা চেয়ারম্যান কাদির লস্কর
- আপডেট টাইম : February, 20, 2023, 9:36 pm
-
রায়হান আহমেদ : হবিগঞ্জের চুনারুঘাটে আগুনে পোড়া বসত ঘর পরিদর্শন করে সহযোগিতার আশ্বাস দিয়েছেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর।
সোমবার বিকেলে চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের পূর্ব উবাহাটা গ্রামে আনোয়ার মিয়ার পুড়ে যাওয়া বসত ঘর পরিদর্শন করেন তিনি।
পরিদর্শন করছেন, উপজেলা চেয়ারম্যান কাদির লস্কর
পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে সান্ত্বনা দেন এবং টিন ও আর্থিক সহযোগিতা দিবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। এসময় ইউপি সদস্য জামাল মিয়া, সাংবাদিক নুর উদ্দিন সুমন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত রোববার রাত ৮টায় চুনারুঘাট উপজেলার উবাহাটা এলাকায় অগ্নিকান্ড বসত ঘর ভস্মীভূত হয়। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। উপজেলার পূর্ব উবাহাটা গ্রামের আনোয়ার আলীর বসত ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে টেলিভিশন বিস্ফোরণ ঘটে।
এই ক্যাটাগরীর আরো খবর