রায়হান আহমেদ : হবিগঞ্জের চুনারুঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের গাদিশাল গ্রামের ছাবু মিয়া ওরফে আঃ কুদ্দুছের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল হক এর নেতৃত্বে এসআই লিটন রায়, এএসআই আব্দুর রহিম, এএসআই উত্তম কুমার ঘোপ সহ একদল পুলিশ অভিযান পরিচালনা করে মহিলা সহ দুই জনকে আটক করেন।
আটককৃতরা হলেন, ওই বাড়ির আঃ কুদ্দুছের স্ত্রী পারভীন আক্তার (৪০), একই ইউনিয়নের নালুয়া চা-বাগান পশ্চিম টিলার মৃত জয়নাল মুন্ডার পুত্র সাধন মুন্ডা (৪০)। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর দুই মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।
পরক্ষণে জনৈক ছাবু মিয়া ওরফে আঃ কুদ্দুছের পশ্চিম ভিটের চার চালা টিনের ঘর এবং একই ঘরের গোয়াল ঘর থেকে ৪৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় সাড়ে চার লাখ।
এ তথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুল হক জানান,
আটককৃতদের বিরুদ্ধে বুধবার (৮ মার্চ) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে চুনারুঘাট থানা-পুলিশ কাজ করে যাচ্ছে । মাদকের বিরুদ্ধে আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।