রায়হান আহমেদ : স্মার্ট বাংলাদেশ বিনির্মানে হবিগঞ্জ বিআরটিএ’র উদ্যোগে একই দিনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণ করা হবে।
মঙ্গলবার (৭মার্চ) দুপুর ১২টার সময় জেলা প্রশাসকের ভবন প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন, হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান।
এসময় উপস্থিত ছিলেন- হবিগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নূরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ রফিকুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুহাম্মদ সাদিকুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব প্রিয়াংকা পাল, বিআরটিএ এর সহকারী পরিচালক মোঃ হাবিবুর রহমান, ইন্সপেক্টর হাজিফ রহমান প্রমুখ।