হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার এক বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। এ সময় বাড়ির লোকজনের হাতে এক ডাকাত অাটক হয়েছেন। এ ঘটনায় অাহত হয়েছেন ডাকাত সহ ৩ জন।
মঙ্গলবার (১৭ অক্টোবর) ভোররাতে উপজেলার সাতকাপন ইউনিয়নের মহিষদুলং গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার মহিষদুলং গ্রামের মর্তুজা মিয়ার বাড়িতে ডাকাতি করতে যায় একদল ডাকাত। ঘরের দরজা ভেঙ্গে ঘরের ভিতর প্রবেশ করে ডাকাতির চেস্টা করলে ঘরের লোকজন ও ডাকাতদের মধ্যে হামলার ঘটনা ঘটে। একক পর্যায়ে অজ্ঞাত নামের এক ডাকাতকে অাটক করা হয়। এসময় হামলার ঘটনায় ডাকাত, বাড়ির মালিক মর্তুজা ও তার ছেলে রুবেল মিয়া অাহত হয়।
তাৎক্ষনিক অাহত অাটক ডাকাতের পরিচয় জানা সম্ভব হয়নি। হাসপাতালের খাতায় তাকে অজ্ঞাত দেখানো হয়েছে। এ সময় ডাকাতদলের অন্য সদস্যরা পালিয়ে যায়।
খবর পেয়ে বাহুবল মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ডাকাতকে অাটক করে হবিগঞ্জ হাসপাতালে পুলিশ প্রহরায় চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে হামলার ঘটনায় অাহত পিতা পুত্রকে বাহুবল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার সকালে বাহুবল মডেল থানার ওসি মোঃ মাসুক অালী বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ প্রহরায় হবিগঞ্জ হাসপাতালে অাটক ডাকাতের চিকিৎসা চলছে। তার সহযোগীদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।