মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে মারাজ মিয়া (৪০) নামে এক বছরের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ অক্টোবর) রাত ১০টায় তাকে গ্রেফতার করা হয়।সে উপজেলার ইটাখোলা গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে।
চুনারুঘাট থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) মাহবুবুল আলম মারাজ মিয়াকে তার বাড়ি থেকে গ্রেফতার করেন।
মাহবুবুল আলম জানান, ২০০৯ সালে একটি চুরির মামলায় আদালত থেকে মারাজের বিরুদ্ধে এক বছরের সাজা ও ৫ হাজার টাকা জরিমানা হয়। এরপর থেকে মারাজ পলাতক ছিল।