নিজস্ব প্রতিনিধি : আজ বুধবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য হবিগঞ্জের বিরতিহীন বাস পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।
সিলেটের দক্ষিণ সুরমায় কদমতলি বাসস্ট্যান্ড সংলগ্ন তাজমহল হোটেল দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষের জেরে বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দেন পরিবহন মালিক ও শ্রমিকরা।
এরই সাথে একাত্যতা পোষন করে হবিগঞ্জেও অনির্দিষ্টকালের জন্য বিরতিহীন বাস পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। তবে অন্যান্য যানচলাচল স্বাভাবিক থাকবে।
মঙ্গলবার (১৬ অক্টোবর) সিলেটের দক্ষিণ সুরমায় কদমতলি বাসস্ট্যান্ড সংলগ্ন তাজমহল হোটেল দখল নিয়ে দখলকারীদের সাথে শ্রমিকদের সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন হতাহত হয়।
হবিগঞ্জ মটর মালিক গ্রুপের সাধারন সম্পাদক শংঙ্খ শুভ্র রায় জানান, সিলেটের সাথে একাত্মতা ঘোষনা করে বিরতিহীন বাসে ধর্মঘট থাকবে। তবে হবিগঞ্জের প্রত্যেকটি উপজেলার সাথে আঞ্চলিক সড়কে বাস চলাচল করবে।