বাহুবল প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার ডাকাত শফিক মিয়া (২৫)কে গ্রেফতার করেছে নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানার পুলিশ।
মঙ্গলবার (১৭ অক্টোবর) অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ডাকাত শফিক বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের ওলিপুর গ্রামের মৃত এরশাদ উল্লাহ।
পরে তাকে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে মামলা থাকায় তাকে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করেছে ফতুল্লা থানা পুলিশ।
হবিগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার রাশেলুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, তাকে নারায়নগঞ্জে গ্রেফতার করা হয়েছে পরে তাকে শ্রীমঙ্গল থানায় দেওয়া হয়েছে, কারন তার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় বেশ কয়েকটি ডাকাতি মামলা রয়েছে সেখানে ওয়ান সিক্সটি ফোরের আসামী সে।