হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরে পচা-বাসি খাবার বিক্রির দায়ে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেলে হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ জরিমানা করেন।
জানাযায়, পচা-বাসি খাবার বিক্রির এবং নোংরা পরিবেশে খাবার পরিবেশন ও তৈরির দায়ে কলাপাতা রেস্টুরেন্টকে ১২ হাজার, হোটেল তাজকে ৫ হাজার এবং একই এলাকার একটি মিষ্টির দোকানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে হবিগঞ্জ সদর থানা পুলিশ উপস্থিত ছিলেন ।