শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : শায়েস্তাগঞ্জে দৈনিক দিনকাল পত্রিকার ৩১তম বর্ষ পূর্তি উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিনকালের শায়েস্তাগঞ্জ প্রতিনিধি মঈনুল হাসান রতনের সভাপতিত্বে ও সাংবাদিক মিজানুর রহমান সুমনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- হবিগঞ্জ জেলা ড্যাবের সভাপতি ডাঃ আহমদুর রহমান আবদাল, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুর রকিব, পৌর কাউন্সিলর আব্দুল জলিল, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান আল রিয়াদ, হবিগঞ্জ জেকে হাইস্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সদস্য জালাল আহমেদ, জেলা সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি শাহ মশিউর রহমান কামাল, শায়েস্তাগঞ্জ মানবাধিকার কাউন্সিল শায়েস্তাগঞ্জ শাখার সহ-সভাপতি জিয়াউল হক চৌধুরী শাকিম, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, মোঃ আলী হোসেন, আল আমিন সোহাগ, মোঃ নূর আলম, ফারুক মিয়া, রিপন মিয়া, অপু, নাসির উদ্দিন সেলিম, তাফহিম চৌধুরী, হকার সমিতির নেতা শাহজাহান প্রমুখ।
পরে কেক কাটা ও মিষ্টি মুখ করা হয়।