নিসস্ব প্রতিনিধি: হবিগঞ্জ জেলার শচীন্দ্র কলেজের এইচএসসি ১ম বর্ষের এক ছাত্রী পপি সূত্রধর (২০) বিষপানে আত্মহত্যা করেছে।
সে বানিয়াচং উপজেলার পুকড়া গ্রামের অনুকুল সূত্রধরের কন্যা।
শুক্রবার (২০ অক্টোবর) দুপুরে পপি ঘরে থাকা কীটনাশক পান করে ছটফট করতে থাকে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল পৌণে ৪টার দিকে পপি মারা যায়। অভাব অনটনের সংসারে বেড়ে উঠা পপি এসএসসি পাশ করার পর শচীন্দ্র ডিগ্রি কলেজে ভর্তি হয়।