মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের জাতীয় সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে চেক বিতরন করা হয়।
বুধবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার ৮টি স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে ১০ হাজার টাকা করে ৮০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোকলেছুর রহমান সংগঠনের সভাপতি ও সম্পাদকের কাছে অনুদানের চেক তুলে দেন।
এ সময় সমাজ সেবা কর্মকর্তা সুলায়মান মজুমদার স্বেচ্ছাসেবী সংগঠন শ্যামল মাধবপুরের সাধারণ সম্পাদক সাব্বির হাসান নবদিগন্ত ক্লাবের সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম রানা নারী মুক্তি সংস্থার সভানেত্রী অমিয় প্রভা চৌধুরী বক্তব্য রাখেন।