নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা-বাগান থেকে রিতা মুন্ডা (১৮) নামে এক যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে ওই বাগানের রেঙ্গু ঢিলা এলাকা থেকে পুলিশ এ লাশ উদ্ধার করেছে। নিহত রিতা ওই এলাকার মৃত সমরা মুন্ডার মেয়ে।
তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ি’র ইনচার্জ পরিদর্শক (তদন্ত) মোঃ ছায়েদুর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করা হয়েছে।