খন্দকার আলাউদ্দিন : চুনারুঘাটে নারী উন্নায়ন ফোরামের উদ্যোগে মাধ্যমিক পড়–য়া দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ছাতা বিতরন করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকাল ৩টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে সংগঠনের সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী সাফিয়া আক্তারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কাইজার মোহাম্মদ ফারাবী, ক্রীড়াবীদ শফিউল আলম সাফির পরিচালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন-চুনারুঘাট সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান, উপজেলা শিক্ষা অফিসার শামসুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইয়াসমীন, মিরাশী ইউপি চেয়ারম্যান মোঃ রমিজ উদ্দিন, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক কাজী মাহমুদুল হক সুজন, মহিলা মেম্বার শিরিন আক্তার, সায়েরা খাতুন, সেফুল আক্তার প্রমূখ। সভা শেষে অতিথিবৃন্দ সদর ও মিরাশী ইউনিয়নের ৪০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ছাতা বিতরন করেন।