চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাটে মাদক বিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২২ আগষ্ট) রাত আড়াইটায় চুনারুঘাট পৌর শহরের বড়াইল এলাকার দোপাপাড়ায় চুনারুঘাট থানার এস আই আতাউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালায়। এসময় ১০৩ পিচ ভারতীয় হুইস্কি সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতরা হল, উপজেলার নোয়ানী গ্রামের মৃত নিখিল পালের পুত্র নিমল পাল(২৪) ও মাধবপুর উপজেলার মনতলা গ্রামের মৃত রবীন্দ্র দেবের ছেলে সুদীপ দেব(২৭)।
এ ব্যাপারে চুনারুঘাট থানার ওসি কে.এম আজমিরুজ্জামান জানান, প্রতিদিনের ন্যায় চুনারুঘাট পৌর শহরসহ উপজেলার বিভিন্ন স্থানে মাদক মুক্তকরণের লক্ষে অভিযান চলছে। তার ফলশ্রুতিতে দুই মাদক সম্রাটকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।