চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাটের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে অনুদান প্রদান করা হয়েছে। গতকাল শনিবার দিনব্যাপী চুনারুঘাট উপজেলার শ্রীকুটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মিরাশী আনন্দ বিদ্যালয় পরিদর্শন করে স্কুলগুলোর যাবতীয় সমস্যা দূরীকরণ কল্পে নিজ অর্থায়নে অনুদান প্রদান করেন তরুণ সমাজসেবক, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য ও আন্তর্জাতিক যোদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। তিনি উপজেলার শ্রীকুটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাতটি সিলিং ফ্যান, নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছয়টি সিলিং ফ্যান ও মিরাশী আনন্দ বিদ্যালয়ে অনুদানসহ উক্ত বিদ্যালয়গুলোর সার্বিক উন্নয়নের জন্য অর্থ প্রদান এবং শিক্ষার্থীদের মাঝে ১মণ মিষ্টি বিতরণ করেছেন। এদিকে উপজেলার কাচুয়া বহুমূখী উচ্চ বিদ্যালয়ে ২০টি সিলিং ফ্যান, একটি টিউবওয়েল স্থাপনসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিজের আয় থেকে অনুদান প্রদান করে আসছেন। এড়াও তিনি উপজেলার মসজিদ-মক্তবে অনুদানসহ সমাজের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
প্রসঙ্গত, ব্যারিস্টার সুমন ইতোমধ্যে উপজেলার প্রায় ২৬টি ঝুঁকিপূর্ণ রাস্তার সংস্কার কাজ ও দু’টি কাঠের ব্রীজ নিজস্ব অর্থায়নে নির্মাণ করেন।