নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার পইল মোল্লা বাড়ির নিকট থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় সদর থানা পুলিশের নির্দেশে পইল ইউনিয়নের গ্রাম পুলিশ তাজুল ইসলাম লাশটি উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে নিয়ে আসে।
স্থানীয় সূত্র জানায়, শনিবার বিকাল ৩টার দিকে মোল্লা বাড়ির মোশাহিদ মিয়ার বাড়ির নিকট ওই ব্যক্তির মরদেহ পাওয়া যায়। ২ সপ্তাহ আগে সে ওই এলাকায় এসেছিল। ওই এলাকার তালুকদার মার্কেটে থাকতো। কিন্তু তাকে পাগল মনে হত। গত শুক্রবার স্থানীয় একটি বিয়ে বাড়িতে খেতে যায়।
পইল ইউপি চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফ জানান, বিষয়টি শুনেছি। পুলিশকে খবর দেয়া হয়েছে।
মেম্বার বাবর আলী জানান, পুলিশকে খবর দিলে এসআই রকিবুল হাসানের নির্দেশে গ্রাম পুলিশ তাজুল ইসলাম লাশ নিয়ে হাসপাতালে যায়।
ওই বাড়ির মালিক মোশাহিদ মিয়া জানান, তার কন্যার বিয়ে ছিল। এর আগের দিন ওই ব্যক্তি বাবুর্চির কাছে এসে খাবার চায়। খাবার দেয়ার পর সে না খেয়ে চলে যায়। শনিবার দুপুরে সে ওই এলাকার ওমর পালের দোকান থেকে চা বিস্কুট খায়। এর বেশি কিছু জানি না। পরে তাকে আমার বাড়ির পাশে পড়ে থাকতে দেখে চেয়ারম্যান ও মেম্বারকে জানাই। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি। লাশের পরনে শার্ট ও লুঙ্গি ছিল। মুখে সামান্য দাড়ি ছিল। এসআই রকিবুল হাসান লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ মর্গে প্রেরণ করে।