নবীগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জ জেলার নবীগঞ্জের মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত নারীর টুকরো টুকরো লাশ উদ্ধার করেছে শেরপুর হাইওয়ে থানা পুলিশ।
সোমবার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে লাশটি উপজেলার আইনগাও নামক স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়।
সোমবার সকালে ঢাকা সিলেট মহাসড়কের উপজেলার দেবপাড়া ইউনিয়নের দিনারপুর দাখিল মাদ্রাসার নিকটে আইনগাঁও নামকস্থানে একটি লাশের টুকরো টুকরো অংশ দেখতে পান স্থানীয় লোকজন। পরে হাইওয়ে পুলিশকে খবর দিলে বেলা সাড়ে ১১টায় লাশটি উদ্ধার করে পুলিশ।
শেরপুর হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ভিমল চন্দ্র ভৌমিক বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা জানতে পেরেছি মহিলাটি মানষিক বিকারগ্রস্থ ছিল। রাতের কোন এক সময় গাড়ি চাপা পড়ে তিনি মারা যান।