নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জে চলন্ত টমটমে ওড়না প্যাচ জবেদা খাতুন (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়ে হয়েছে।
সোমবার (৩০ অক্টোবর) দুপুরে শহরের কোর্ট আদালতের সামনে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ নবীগঞ্জ উপজেলার নিশ্চকি গ্রামের শাহ্ আজমান আলীর স্ত্রী।
জানা যায়, মামলার কাজে নবীগঞ্জ থেকে হবিগঞ্জ কোর্টে আসেন আলী জবেদা খাতুন ও তার মেয়ে নাজমিন আক্তার। কোর্ট থেকে মামলার কাগজপত্র নিয়ে টমটম দিয়ে বাড়ি ফিরছিলেন। টমটমে উঠার সময় অসাবধানতাবসত টমটমের চাকার সাথে গৃহবধূর পরনের ওড়না লেগে গিয়ে পেচিয়ে গরায় ফাঁস ধরে যায়।
তৎক্ষণাত ওড়না ছুটিয়ে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।