বাহুবল প্রতিনিধি : বাহুবল উপজেলার মিরপুরে তেলের লরির নিচে চাপা পড়ে তানজিম আহমদ দিনার নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে।
রোববার (৫ নভেম্বর) বেলা ২টার দিকে উপজেলার ঢাকা – শ্রীমঙ্গল সড়কের মিরপুর ইউনিয়নের মীরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত স্কুল ছাত্র রঘুরামপুর গ্রামের ইলেকট্রিশিয়ান ও পোল্ট্রি ব্যবসায়ী মো: আলমগীর মিয়ার ছেলে। সে ১ নং মীরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর ছাত্র।
জানা যায়, শ্রীমঙ্গল থেকে আসা তেলের লরি (যশোর ড ৪১ -০০২৮) অন্য একটি ট্রাক (ঢাকা মেট্রা ড ১১০৩৪০) ট্রাককে ওভার টেক করতে গেলে রাস্তার পাশে থাকা স্কুল ছাত্রকে চাপা দিলে স্কুল ছাত্র চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নারী ভূরি বের হয়ে মৃত্যু বরন করে।
উত্তেজিত স্থানীয় জনতা ঢাকা- সিলেট পুরাতন মহাসড়ক অবরোধ করে রেখেছে।
খবর পেয়ে হবিগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: রাসেলুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
তার অকাল মৃত্যুতে স্কুলের ছাত্র ছাত্রীসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।