মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জ জেলার মাধবপুরের ধর্মঘর বাজারে অভিযান চালিয়ে ১০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (৭ নভেম্বর) ভোরে এ জিরা উদ্ধার করা হয়।উদ্ধারকৃত জিরা আনুমানিক মূল্য ৫ হাজার টাকা।
বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল আসাদুজ্জামান চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।