চুনারুঘাট প্রতিনিধি:হবিগঞ্জের জেলা প্রশাসক মনীষ চাকমা বাল্লা স্থল বন্দর পরিদর্শন করেছেন।
মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেলে তিনি এ বন্দর পরিদর্শন করেন এবং বন্দরের উন্নয়ন কাজ তরান্বিত করতে আশ্বাস দেন।
জেলা প্রশাসক বন্দর পরিদর্শনে গেলে স্থানীয় বাসিন্দারা তাদের বিভিন্ন দাবী দাওয়া তুলে ধরেন।
এসময় তিনি এসব দাবী দাওয়া পুরণের আশ্বাস দেন।
জেলা প্রশাসক বলেন, বন্দর হলে এ এলাকার মানুষের কর্মসংস্থান হবে। ব্যবসা বানিজ্যের প্রসার বাড়বে। পাশাপাশি সরকারও বিপুল পরিমান রাজস্ব পাবে। তিনি বাল্লা স্থল বন্দর উন্নয়নে সকল প্রতিবন্ধকতা দুর করে এলাকাবাসীকে এগিয়ে আসার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবী, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, সহকারি কমিশনার তাহমিনা খাতুন, ইউপি চেয়ারম্যান হুমায়ূস কবির খান ও গাজীপুর কলেজের অধ্যক্ষ মোঃ রফিক আলী, বিজিবি কোম্পানী কমান্ডার আব্দুল আজিজ, ব্যবসায়ী সিরাজুল ইসলামসহ এলাকার গনমান্য ব্যক্তিবর্গ।