নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় দশম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগে রফিকুল ইসলাম (২৫) নামে এক যুবককে ৬ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় মাধবপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোকলেছুর রহমান এ দণ্ডাদেশ দেন।
কারাদন্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম মির্জাপুর গ্রামের নূর হোসেনের ছেলে। তিনি পেশায় একজন টমটম চালক।
জানা যায়, সন্ধ্যায় উপজেলার আন্দিউড়া এলাকায় এক স্কুলছাত্রী প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার উদ্দেশে তার ছোট ভাইকে নিয়ে রফিকুলের টমটমে উঠে। টমটমে কেউ না থাকার সুযোগে রফিকুল ওই স্কুলছাত্রীকে যৌন হয়রানির চেষ্টা করেন। এসময় তার ছোট ভাইয়ের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে রফিকুলকে মারধর করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে নেওয়া হলে বিচারক ছয় মাসের কারদণ্ডাদেশ দেন।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তাদির হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।