নিজস্ব প্রতিনিধি : মাধবপুরে কলেজ পড়ুয়া স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
বুধবার (৮ নভেম্বর) ভোররাতে উপজেলার রতনপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রতনপুর গ্রামের ছাবু মিয়ার ছেলে জাহের উদ্দিন এর সাথে দুই বছর পূর্বে একই উপজেলার সুলতানপুর গ্রামের লিয়াকত আলীর কন্যা স্থানীয় সৈয়দ উদ্দিন ডিগ্রী কলেজের ছাত্রী রিফা আক্তার (২০) এর বিয়ে হয়। বিয়ের পর তাদের দাম্পত্য জীবন সুখেই কাটছিল। সম্প্রতি তাদের মধ্যে পারিবারিক কলেহের জের ধরে ঝগড়া বিবাদ লেগে আসছে।
গত মঙ্গলবার রাতে স্বামী-স্ত্রীর ঝগড়ার এক পর্যায়ে স্ত্রীকে পিটিয়ে আহত করে স্বামী। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সে মারা যায়।
খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে বুধবার সকালে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
এ ঘটনার পর নিহত রিফার আত্মীয় স্বজনরা রিফাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে পুলিশ ও সাংবাদিকদের কাছে অভিযোগ করেন।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তাদির হোসেন জানান, বিষপানে রিফা আত্মহত্যা করেছে। তবে নিহতের পরিবারের দাবী তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট ফেলে বুঝা যাবে আত্মহত্যা না পিটিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।