মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় শংকর সবর (২০) নামের এক চা শ্রমিক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে ১০ নং সুরমা চা বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত চা শ্রমকি উপজেলার সুরমা চা বাগানের ১০ নং এলাকার সচিন সবরের ছেলে।
স্থানীয় শ্রমিকরা জানান, বৃহষ্পতিবার সকালে বাগানের কাজে শ্রমিকরা বের হলে দেখতে পায় বাড়ির পাশে একটি আকাশি গাছে শংকর সবরের মরদেহ ঝুলে রয়েছে।
পরে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন।
স্থানীয় চা শ্রমিকরা জানান, সুদের ঋণের দায়ে দিশেহারা ছিল শংকর সবর। তাদের ধারণা ঋনের চাপ সইতে না পেরে শংকর সবর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নজরুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।