মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার সোয়াবই এলাকায় আভিযান চালিয়ে ৭০ বোতল ভারতীয় মদ জব্দ করেছে হরশপুর সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা।
রবিবার (১২ নভেম্বর) ভোরে এ অভিযান পরিচালনা করা হয়।
অন্যদিকে, একই উপজেলায় ইয়াবাসহ ফারুক মিয়া (৩৮) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে উপজেলার হরষপুর রেলস্টেশন এলাকা থেকে তাকে আটক করে কাশিমনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে এবং রবিবার তাকে আদালতে পাঠানো হবে বলে জানানো হয়েছে।
বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আসাদুজ্জামান চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।